চীনের গ্রামাঞ্চলে অব্যবহৃত বসতবাড়ির জমি ব্যবহার-সংক্রান্ত নীতি প্রকাশ
  2018-02-05 14:39:20  cri
ফেব্রুয়ারি ৫: শহরবাসীদের গ্রামে ভিলা বাড়ি ও ব্যক্তিগত বড় ধরনের হল তৈরিতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি গ্রামের অধিবাসীদের গ্রামাঞ্চলের জমি ব্যবহারের ক্ষেত্রে যে কোনো ধরনের চাপ প্রয়োগের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চীনের কেন্দ্রীয় কমিটির গ্রাম-কার্যক্রম পরিচালনা কার্যালয়ের মহাপরিচালক হান চুন আজ (সোমবার) বেইজিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

নগরায়ন দ্রুত হওয়ায় প্রতি বছর অনেক কৃষক গ্রাম ছাড়ছে। গ্রামাঞ্চলে অনেক বাড়িঘর ও জমি অব্যবহৃত অবস্থায় রয়েছে। এ ধরণের জমি সংস্কারের ওপর ঘনিষ্ঠ নজর রাখা হয়েছে।

'সিপিসি'র কেন্দ্রীয় কমিটির রাষ্ট্রীয় পরিষদের জেলা-থানা পুনরুদ্ধার কৌশলসংক্রান্ত মতামত' প্রকাশ করেছে সরকার। এতে কৃষকদের খালি বাড়িঘর নিয়ে এ ধরনের পদক্ষেপের কথা বলা হয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040