সিপিসি'র ২০১৮ সালের এক নম্বর দলিল প্রকাশিত
  2018-02-04 18:14:44  cri
ফেব্রুয়ারি ৪: আজ (রোববার) চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র চলতি বছরের কেন্দ্রীয় এক নম্বর দলিল প্রকাশিত হয়। দলিলটি কৃষি, কৃষক ও গ্রামবিষয়ক। সিনহুয়া বার্তা সংস্থা 'গ্রাম-উন্নয়নের কৌশল বাস্তবায়ন প্রসঙ্গে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির রাষ্ট্রীয় পরিষদের মতামত' শীর্ষক এই দলিল প্রকাশ করেছে।

দলিলে কৃষি-উন্নয়নের গুণগত মান বাড়ানো, গ্রামাঞ্চলে সবুজ-উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, গ্রামাঞ্চলের সংস্কৃতি সমৃদ্ধ করে তোলা, গ্রামাঞ্চল পরিচালনার নতুন ব্যবস্থা নির্মাণ করা, গ্রামাঞ্চলের জীবিকার নিশ্চয়তার মান বাড়ানো, এবং 'কৃষি, কৃষক ও গ্রামাঞ্চলের' কাজে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অটুট থাকাসহ বিভিন্ন ক্ষেত্রের ওপর গুরুত্বারোপ করা হয়।

তা ছাড়া, দলিলে গ্রাম-উন্নয়নের কৌশল বাস্তবায়নের লক্ষ্যও নির্ধারিত হয়। দলিল অনুসারে: ২০২০ সাল নাগাদ এই কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে এবং ব্যবস্থাগত কাঠামো ও নীতিগত ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ প্রায় সম্পূর্ণ হবে; ২০৩৫ সাল নাগাদ এই কৌশলের আওতায় কৃষি ও গ্রামের আধুনিকায়ন প্রায় সম্পূর্ণ বাস্তবায়িত হবে; এবং ২০৫০ সাল নাগাদ দেশের কৃষি শক্তিশালী হবে, গ্রাম সুন্দর হবে, এবং কৃষকরা ধনী হবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040