এশীয় রাজনীতিবিদদের আন্তর্জাতিক সম্মেলনের স্থায়ী কমিটির সভা ইরানে অনুষ্ঠিত
  2018-02-04 16:29:43  cri
ফেব্রয়ারি ৪: এশীয় রাজনীতিবিদদের আন্তর্জাতিক সম্মেলনের স্থায়ী কমিটির ২৯তম সভা, ২ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, ইরানের তেহরান আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়।

ইরানি বার্তা সংস্থার সূত্র অনুসারে, এশিয়ার ২৫টি দেশের ৪০টিও বেশি পার্টির শতাধিক প্রতিনিধি এবং একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিনিধিদের অর্ধেকেরও বেশি আসেন ইসলামি দেশগুলো থেকে। ইরানের উদ্যোগে এবারই প্রথম এশীয় রাজনীতিবিদদের আন্তর্জাতিক সম্মেলনের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হল।

উগ্রবাদ দমন, টেকসই উন্নয়ন, এবং রেশমপথসংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়, ও বাণিজ্যিক যোগাযোগসহ বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

এশীয় রাজনীতিবিদদের আন্তর্জাতিক সম্মেলনের স্থায়ী কমিটির চেয়ারম্যান এক সাক্ষাত্কারে বলেন, উপসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নে ইরানের সমর্থন প্রয়োজন। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে রাজনৈতিক দল পর্যায়ের বিনিময় ও সহযোগিতার মাধ্যমে সমাধান খুঁজে পাওয়া যাবে বলে আশা করা যায়। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040