মার্কিন প্রতিবেদনে চীনের পারমাণবিক শক্তি সম্পর্কে অতিরঞ্জিত তথ্য; বেইজিংয়ের বিরোধিতা
  2018-02-04 15:50:42  cri
ফেব্রুয়ারি ৪: গত ২ ফেব্রুয়ারি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে চীনের পারমাণবিক শক্তি সম্পর্কে অতিরঞ্জিত ও অসত্য তথ্য উল্লেখ করা হয়েছে, বেইজিং যার তীব্র বিরোধিতা করে। আজ (রোববার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন কুও ছিয়াং এ-কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে আছে এবং প্রতিরক্ষামূলক সামরিকনীতি অনুসরণ করে চলছে। চীন যে-কোনো সময়, যে-কোনো অবস্থায়, প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার না-করার নীতিতেও অবিচল। পারমাণবিক অস্ত্র উন্নয়নের ক্ষেত্রেও চীন বরাবরই অতি সংযমী।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সঠিক দৃষ্টিকোণ থেকে চীনের প্রতিরক্ষানীতি ও সশস্ত্র বাহিনীর নির্মাণকাজকে দেখা এবং চীনের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করা। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040