সিরিয়ার জাতীয় সংলাপের ফলাফলকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
  2018-02-03 18:00:09  cri
ফেব্রয়ারি ৩: রাশিয়ার সোচিতে গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত সিরিয়ার জাতীয় সংলাপের ফলাফলকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস।

গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে এক সাংবাদিক সম্মেলনে গুতেরহিস বলেন, সংলাপে অংশগ্রহণকারীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাব অনুসারে একটি সিরীয় সংবিধান পরিষদ প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছেন।

মহাসচিব আরও বলেন, সিরিয়াবিষয়ক বিশেষ দূত স্তেফান ডি মিস্তুরার পরবর্তী কাজ হল, সিরিয়ার জাতীয় সংলাপের ফলাফলের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের বাস্তবায়নকাজ এগিয়ে নিয়ে যাওয়া।

এ-সময় সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগও প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। মিস্তুরার সঙ্গে সহযোগিতা করতে তিনি সিরীয় সরকার, বিরোধীদল এবং সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বানও জানান। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040