'দুই রাষ্ট্র তত্ত্বের' ভিত্তিতে ইসরাইলের সঙ্গে আলোচনা হতে পারে: ফিলিস্তিন মুখপাত্র
  2018-02-03 17:57:07  cri
ফিব্রয়ারি ৩: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র বলেছেন, 'দুই রাষ্ট্র তত্ত্বের' ভিত্তিতে ইসরাইলের সঙ্গে তাঁর দেশের শান্তি-আলোচনা পুনরায় শুরু হতে পারে। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ-ব্যাপারে উদ্যোগ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বানও জানান তিনি।

বিবৃতিতে মুখপাত্র বলেন, সম্প্রতি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইল-ফিলিস্তিন শান্তি-আলোচনা পুনরায় শুরুর বিরুদ্ধে। বস্তুত এ-ধরনের মন্তব্য নিন্দাযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন।

উল্লেখ্য, ফিলিস্তিন-ইসরাইল শান্তি-আলোচনা ২০১৪ সাল থেকে অচলাবস্থার মধ্যে রয়েছে। এরই মধ্যে গত বছরের ৬ ডিসেম্বরে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর, পরিস্থিতির চরম অবনতি ঘটে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040