সি চিন পিংয়ের 'রাষ্ট্র পরিচালনার নীতি' গ্রন্থের দ্বিতীয় খণ্ডের প্রচারসংখ্যা সোয়া কোটি ছাড়িয়েছে
  2018-02-03 17:50:39  cri
ফেব্রুয়ারি ৩: বিশ্বব্যাপী একাধিক ভাষায় প্রকাশিত চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'রাষ্ট্র পরিচালনার নীতি' গ্রন্থটির দ্বিতীয় খণ্ডের প্রচারসংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। এ-হিসেবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। চীনের আন্তর্জাতিক প্রকাশনা গ্রুপ (সিআইপিজি)-এর উপ-পরিচালক লু ছাই রোং গতকাল (শুক্রবার) কিউবায় চীনের গ্রন্থকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ-তথ্য জানান।

তিনি জানান, 'রাষ্ট্র পরিচালনার নীতি' গ্রন্থটির দ্বিতীয় খণ্ড ২০১৭ সালের ৭ নভেম্বর প্রকাশিত হবার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে এটি ক্ল্যাসিকেল চীনা, ফরাসি, স্প্যানিশ, জার্মান, রুশ, জাপানি, আরবি ও পর্তুগিজ ভাষায় অনুবাদ ও সম্পাদনার কাজ চলছে। গ্রন্থটিতে ২০১৪ সালের ১৮ অগাস্ট থেকে ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট সি'র ভাষণ, বক্তৃতা, নির্দেশনা ও শুভেচ্ছাবাণীসহ ৯৯টি প্রবন্ধ সংকলিত হয়েছে।

উল্লেখ্য, কিউবায় চীনা গ্রন্থকেন্দ্র চীনের আন্তর্জাতিক প্রকাশনা গ্রুপ ও কিউবার জাতীয় গ্রন্থগারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য, বিভিন্ন প্রকাশনার মাধ্যমে, কিউবার জনগণের সামনে সঠিক চীনকে তুলে ধরা। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040