১৯৯৫ থেকে ২০১৬ পর্যন্ত ল্যাটিন আমেরিকায় চীন ১৮ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে
  2018-02-03 16:13:38  cri
ফেব্রুয়ারি ৩: আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসেব অনুসারে, ১৯৯৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো ল্যাটিন আমেরিকার দেশগুলোকে ১৮ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এ-তথ্য উল্লেখ করেন।

মুখপাত্র বলেন, ল্যাটিন আমেরিকার ব্যাপারে চীনের নীতিমালা নির্মল ও উন্মুক্ত। দু'পক্ষের সহযোগিতা অভিন্ন স্বার্থ ও পারস্পরিক চাহিদার ভিত্তিতেই চলছে। বেইজিং আশা করে, অন্যান্য দেশ উন্মুক্ত ও সহনশীল দৃষ্টিকোণ থেকে চীন-ল্যাটিন আমেরিকা সহযোগিতার সম্পর্ককে মূল্যায়ন করবে।

হুয়া ছুন ইং বলেন, চীন ও ল্যাটিন আমেরিকার দেশগুলো উন্নয়নশীল। উন্নয়নের অভিন্ন সময় ও চাহিদার কারণেই দু'পক্ষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ল্যাটিন আমেরিকায় চীনের পুঁজি বিনিয়োগ ও আর্থিক সহযোগিতা পুরোপুরিভাবে বাণিজ্যিক নিয়ম ও স্থানীয় নিয়ম মেনেই চলছে।

মুখপাত্র আরও বলেন, চীন অব্যাহতভাবে ল্যাটিন আমেরিকার সঙ্গে সমতার ভিত্তিতে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040