পাকিস্তানে চীনের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিলের দ্বিতীয় প্রকল্প শুরু
  2018-02-03 16:08:57  cri
ফেব্রুয়ারি ৩: পাকিস্তানের ফেডারেল আদিবাসী এলাকায় এবং বালুচিস্তান প্রদেশে চীনের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিলের দ্বিতীয় প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ-উপলক্ষে গতকাল (শুক্রবার) ইসলামাবাদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিলের আওতায় এই প্রকল্পে ৪০ লাখ মার্কিন ডলার দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। এ প্রকল্পের আওতায় পাকিস্তানের ফেডারেল আদিবাসী এলাকায় ৮১০০টি পরিবারকে পূর্বাসন করা হবে এবং বালুচিস্তান প্রদেশের ৩৭৫টি স্কুলে ১৯০০০ জন শিক্ষার্থীর কল্যাণে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সরবরাহ করা হবে। প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি ইগনাসিও আর্তাজা বলেন, ফেডারেল আদিবাসী এলাকা এবং বালুচিস্তান প্রদেশ হল পাকিস্তানের তুলনামূলকভাবে অনুন্নত অঞ্চল। সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগ ও সন্ত্রাসবিরোধী অভিযানের নেতিবাচক প্রভাব পড়েছে এতদঞ্চলে। তাই এখানকার জনগণকে জরুরি সাহায্য দিতে হবে। এ-ক্ষেত্রে চীনের অর্থ এই দুই অঞ্চলের জনগণকে সাহায্য করবে।

অনুষ্ঠানে পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত ইয়াও চিং তাঁর ভাষণে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন পাকিস্তানি জনগণকে সবধরনের সাহায্য-সহযোগিতা করার প্রচেষ্টা চালিয়ে আসছে এবং দেশটির অর্থনীতি ও সমাজ-উন্নয়নে বড় অবদান রেখে যাচ্ছে। ভবিষ্যতে পাকিস্তানে চীনের সাহায্যের মাত্রা আরও বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040