বসন্ত উত্সবের সময় আবহাওয়ার পূর্বাভাসের ওপর নজর রাখতে সবার প্রতি সংশ্লিষ্ট কেন্দ্রের আহ্বান
  2018-02-03 16:04:28  cri
ফেব্রুয়ারি ৩: আসন্ন বসন্ত উত্সবের সময় আবহাওয়ার পূর্বাভাসের ওপর নজর রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছে চীনের আবহাওয়া ব্যুরোর জাতীয় পরিবেশ কেন্দ্র।

কেন্দ্রের একজন কর্মকর্তা গতকাল (শুক্রবার) এ-আহ্বান জানিয়ে বলেন, বসন্ত উত্সবের সময়টা আসলে শীতকাল ও বসন্তকালের সংযোগকাল। এ-সময় বৃষ্টি, তুষার, বরফ, বাতাস ও ধোঁয়াশা দেখা দিতে পারে। এবার বসন্ত উত্সবের সময় বেইজিং, থিয়েনচিন ও হ্যপেই এবং ইয়াংজি নদী বদ্বীপ এলাকায় ঘন ঘন ধোঁয়াশা দেখা দিতে পারে বলেও অনুমান করা হচ্ছে। এ-অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রেখে, নিজেদের ভ্রমণ-পরিকল্পনা প্রয়োজনে পরিবর্তন করতে হতে পারে এতদঞ্চলের লোকজনকে।

কর্মকর্তা আরও বলেন, বসন্ত উত্সব চলাকালে ইনার মঙ্গোলিয়ার উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পূর্ব চীনের উত্তরাঞ্চল, এবং সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে তুষারপাত হবে। এসব অঞ্চলের তাপমাত্রাও খুব কম থাকবে, ফলে তুষার সহজে গলে যাবে না। তাই, জনগণের যাতায়াতে সমস্যা হতে পারে।

(লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040