চাং হেং-১ উপগ্রহ নিক্ষেপে চীন ও ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা বিনিময়
  2018-02-02 20:17:09  cri
ফেব্রুয়ারি ২: আজ (শুক্রবার) সফলভাবে মহাকাশে কৃত্রিম উপগ্রহ চাং হেং-১ পাঠিয়েছে চীন ও ইতালি। ভূমিকম্প পর্যবেক্ষণের জন্য মহাকাশে পাঠানো প্রথম ইলেক্ট্রোম্যাগনেটিক উপগ্রহ এটি। এ উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ইতালির প্রেসিডেন্ট মাত্তারেল্লা পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, এক্ষেত্রে দুদেশের সহযোগিতা সফল হয়েছে; যা চীন-ইতালি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের প্রতিফলন।

মাত্তারেল্লা বলেন, চাং হেং-১ উপগ্রহ দুদেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ অগ্রগতি। ইতালি চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা চালাতে ইচ্ছুক।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040