বসন্ত উত্সবের যাতায়াত শুরু; প্রথম দিনের রেল যোগাযোগ স্থিতিশীল ও নিরাপদ
  2018-02-02 19:22:46  cri
ফেব্রুয়ারি ২: চীনের আসন্ন বসন্ত উত্সবের যাতায়াত গতকাল (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এদিন যাত্রী পরিবহন সুষ্ঠু ও স্থিতিশীল ছিল। সবগুলো ট্রেনই যথাসময়ে রওয়ানা দিয়েছে ও গন্তব্যে পৌঁছেছে। চীনের রেল কোম্পানির কর্মকর্তা চাং ছাই ছুন সাংবাদিকদের বলেন, চলমান বসন্ত উত্সবের সময় চীনের রেল যাত্রীর সংখ্যা ৩৯ কোটি পার্সন টাইমস ছাড়াতে পারে, যা আগের বছরের তুলনায় ৮.৮ শতাংশ বেশি। বসন্ত উত্সবের সময় নির্দিষ্ট ৭৬৩৮টি ট্রেন ছাড়াও অতিরিক্ত ৪২৮টি বাড়তি ট্রেন যুক্ত হয়েছে।

এ বছর বসন্ত উত্সবের রেল যোগাযোগ খাতে তিনটি বৈশিষ্ট্য রয়েছে। সিআন-ছেংতু, লাইচৌ-ছোংছিং ও ছোংছিং-কুইইয়াং তিনটি নতুন রুটে যাত্রী পরিবহন করা হচ্ছে। দ্রুত গতির ট্রেন বসন্ত উত্সবের সময় প্রধান যোগাযোগ ব্যবস্থায় পরিণত হয়েছে। উত্সবের আগে ও পরে বেইজিং-হারবিন, বেইজিং-কুয়াংচৌ, শাংহাই-খুনমিং, কুইচৌ-কুইইয়াং এবং কুইইয়াং-কুয়াং চৌ রুটে রাতের ট্রেন চালু হয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040