ভূমিকম্পের ইলেক্ট্রোম্যাগনেটিক তথ্য নিয়ে গবেষণায় চাং হেং-১ উপগ্রহ ব্যবহৃত হবে
  2018-02-02 19:22:01  cri

ফেব্রুয়ারি ২: রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প গবেষণায় চাং হেং-১ উপগ্রহটি ব্যবহার করবে চীন। আজ (শুক্রবার) চিউ ছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি মহাকাশে পাঠানো হয়। এরপর নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে উপগ্রহটি। চীনের ভূমিকম্প পর্যবেক্ষণে প্রথম ইলেক্ট্রোম্যাগনেটিক উপগ্রহ এটি। এ উপগ্রহের সঙ্গে চীন, উরুগুয়ে ও ডেনমার্কসহ কয়েকটি দেশের ছটি ছোট উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে।

উল্লেখ্য, ইলেক্ট্রোম্যাগনেটিক তত্ত্বাবধানমূলক উপগ্রহ সরাসরি ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে না। এ উপগ্রহ প্রধানত তথ্য গবেষণায় ব্যবহৃত হয় যা ভবিষ্যত ভূমিকম্প প্রতিরোধের তথ্য দেয়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040