যুক্তরাষ্ট্র-রাশিয়া 'পরমাণু অস্ত্রমুক্তকরণ চুক্তি'র নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন করেছে ওয়াশিংটন
  2018-02-02 19:21:32  cri
ফেব্রুয়ারি ২: নির্ধারিত মেয়াদে যুক্তরাষ্ট্র-রাশিয়া 'পরমাণু অস্ত্রমুক্তকরণ চুক্তি'র নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন করেছে ওয়াশিংটন। মার্কিন রাষ্ট্রীয় পরিষদ গতকাল (বৃহস্পতিবার) এ দাবি করেছে।

এদিন ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রীয় পরিষদের মুখপাত্র হিথার নুরেট বলেন, চুক্তি অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে পরমাণু অস্ত্রের পরিমাণ নির্ধারিত সংখ্যায় কমিয়ে আনার কথা। যুক্তরাষ্ট্র ২০১৭ সালের আগস্ট মাসেই সে লক্ষ্য বাস্তবায়ন করেছে।

তিনি আরও বলেন, রাশিয়া বেশ কয়েকবার এ চুক্তি মেনে চলার ঘোষণা দিয়েছে। দুদেশ পরমাণু অস্ত্রের তথ্য বিনিময় করবে, যাতে দুদেশ চুক্তি পালন করেছে কিনা, তা নিশ্চিত হতে পারে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040