কুয়াংতুং-হংকং-ম্যাকাওয়ের উন্নয়ন হংকংয়ের জন্য সুযোগ
  2018-02-02 18:48:21  cri

ফেব্রুয়ারি ২: হংকংয়ের অর্থ বিভাগের প্রধান চেন মাও পো গতকাল (বৃহস্পতিবার) হংকংয়ের এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেন, কুয়াংতুং-হংকং-ম্যাকাও উপসাগরীয় সিটি গ্রুপের উন্নয়ন হংকংয়ের শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুযোগ বয়ে আনবে।

তিনি বলেন, চীনের অভ্যন্তরে সার্বিক সংস্কার ও উন্মুক্তকরণ চালুর পর অর্থনীতি উন্নয়নের নতুন চালিকাশক্তি হিসেবে ভোক্তা ও সেবা খাত এগিয়ে এসেছে। চীনে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। তারা উচ্চমানের ভোক্তা ও সেবা গ্রাহক বলে উল্লেখ করেন তিনি।

কুয়াংতুং-হংকং-ম্যাকাও উপসাগরীয় অঞ্চলে লোকসংখ্যা ছয় কোটি ৭০ লাখের বেশি এবং জিডিপি ১৪০ হাজার কোটি ডলার। এ আর্থিক পরিমাণ দক্ষিণ কোরিয়া বা অস্ট্রেলিয়ার প্রায় সমান। চেন মাও পো বলেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তি ও সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যান্ড তৈরি ও প্রচারে সহায়তা দেবে। 'হংকংয়ের তৈরি' ও কুয়াংতুং-হংকং-ম্যাকাও উপসাগরীয় অঞ্চলকে চীনা ভূখণ্ডের পাশাপাশি 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট দেশে জনপ্রিয় করে তোলার কথা বলেন তিনি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040