সিরিয় শরণার্থীদের বহিষ্কার করবে না লেবানন
  2018-02-02 10:48:33  cri
ফেব্রুয়ারি ২: লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, সিরিয় শরণার্থীদের বহিষ্কার করবে না তাঁর দেশ।

প্রধানমন্ত্রী ভবনে এক অনুষ্ঠানে হারিরি বলেন, গত ৭ বছরে সিরিয় শরণার্থীদের গ্রহণ করেছে লেবানন এবং অব্যাহতভাবে তাদের গ্রহণ করে যাবে। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে শরণার্থীদের জোর করে দেশে ফেরত পাঠানো সহ্য করা হবে না।

শরণার্থীদের পুনর্বাসনে জাতিসংঘ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা করবে বলে উল্লেখ করেন হারিরি।

জাতিসংঘের শরণার্থী বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয় সংকট শুরু হওয়ার পর এ পর্যন্ত লেবানন মোট ১১ লাখ সিরিয় শরণার্থী গ্রহণ করেছে।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040