সরকারি কার্যবিবরণী সম্পর্কে চীনা প্রধানমন্ত্রীর জনপ্রতিনিধিদের ব্যাপক মতামত সংগ্রহ
  2018-02-02 10:45:03  cri
ফেব্রুয়ারি ২: বুধবার চীনের সরকারি কার্যবিবরণীর খসড়া নিয়ে শিক্ষা,বিজ্ঞান-প্রযুক্তি,সংস্কৃতি,গণস্বাস্থ্য ও ক্রীড়া মহল এবং তৃণমূল জনপ্রতিনিধিদের ব্যাপক মতামত শুনেছেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

৯ জন প্রতিনিধি নিজের কর্ম নিয়ে বিভিন্ন শিল্পের সমৃদ্ধ উন্নয়নের দৃশ্য তুলে ধরেছেন। চীনা প্রধানমন্ত্রী লি সবার সাথে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে চীনের বিভিন্ন কর্তব্য সম্পাদনে শ্রেষ্ঠ সাফল্য অর্জিত হয়েছে। জনসাধারণের প্রজ্ঞা ও শক্তি কাজে লাগিয়ে তাদের সবচেয়ে মনোযোগ আর বাস্তব স্বার্থের সমস্যা সমাধান করা হবে বলে উল্লেখ করেন তিনি। সরকারি কার্যবিবরণীর খসড়ার ওপর সবাই প্রস্তাব ও পরামর্শ দেবেন বলে আশা করেন লি।

নব্যতাপ্রবর্তন, রাষ্ট্রে দক্ষ ব্যক্তির ভূমিকার ওপর আরো বেশি গুরুত্ব দেওয়া এবং মধ্য ও পশ্চিমাঞ্চলে উচ্চ মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় নির্মাণ করার প্রস্তাব করেন উহান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর তৌ সিয়ান খাং। চীনের বিজ্ঞান-প্রযুক্তি একাডেমির গণিত ও প্রকৌশল গবেষণাগারের পরিচালক ডক্টর ছেন জি মিং বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি জোরদার করতে চাইলে মৌলিক গবেষণার ওপর গুরুত্ব দেওয়া উচিত। তাছাড়া, চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ, চীনের চলচ্চিত্র শিল্পে সরকারি নির্দেশনা দেওয়া, চীনের চিকিত্সা ব্যবস্থায় সংস্কার গভীরতর করা, চীনের জনসাধারণের স্বাস্থ্যকর ব্যবস্থাপনার নির্মাণ জোরদার করা এবং পরিবারিক খামার উন্নয়ন সম্পর্কে বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন প্রতিনিধিরা।

মতামত শুনে লি বলেন, জনগণকে কেন্দ্র করে উন্নয়নের তত্ত্ব অনুসরণ করে জনসাধারণের কন্ঠ ও ইচ্ছা শোনার চ্যানেল সম্প্রসারণ করবে চীন সরকার,যাতে সামাজিক ইতিবাচক বিনিময়ের প্রক্রিয়ায় অব্যাহতভাবে সরকারি কর্ম উন্নত করা যায়।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040