বেইজিংয়ে প্রেসিডেন্ট সি চিন পিং ও থেরিসা মে'র বৈঠক
  2018-02-01 20:22:53  cri

 

ফেব্রুয়ারি ১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে বৈঠক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরিসা মে।

বৈঠকের সময় সি চিন পিং বলেন, চীন প্রজাতন্ত্রকে প্রথম পর্যায়ে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে ব্রিটেন অন্যতম। চীন-ব্রিটেন সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা সফল হয়েছে। ২০১৫ সালে ব্রিটেন সফরের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট সি বলেন, সে সময় দুদেশের সম্পর্কের স্বর্ণযুগ শুরু হয়। চীন ব্রিটেনের সঙ্গে নতুন যুগে দুদেশের সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিতে চায়। এতে দুদেশের জনগণের কল্যাণ হবে এবং বিশ্বের সমৃদ্ধির জন্যও তা কল্যাণকর।

থেরিসা মে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চীন-ব্রিটেন সম্পর্কের মূল্যায়নে ঐক্যমত্য প্রকাশ করেন। তিনি বলেন, ব্রিটেন বৈশ্বিক অনেক বিষয়ে চীনের মতো দৃষ্টিভঙ্গি পোষণ করে। প্রেসিডেন্ট সি'র উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ভিত্তিতে সহযোগিতা করতে ইচ্ছুক ব্রিটেন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040