অর্থ-বাণিজ্য নিয়ে রাজনীতি করবেন না: যুক্তরাষ্ট্রকে চীন
  2018-02-01 19:05:08  cri
ফেব্রুয়ারি ১: অর্থ-বাণিজ্য নিয়ে রাজনীতি না করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন। আর্থ-বাণিজ্যিক খাতে যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে দেখতে চায় চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়াকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করেন। এ প্রসঙ্গে কাও ফেং বলেন, বাস্তবতা হলো, আর্থ-বাণিজ্যিক খাতে চীন-যুক্তরাষ্ট্র অবিচ্ছিন্ন অংশীদার। বর্তমানে দুদেশ পরস্পরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগ দেশ। ২০১৭ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫৯০০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। পারস্পরিক উপকারিতা ও সমন্বিত অর্জন দুদেশের অর্থ-বাণিজ্যের গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সহযোগিতা দুদেশ ও দুদেশের জনগণের জন্য ব্যাপক কল্যাণকর বলে উল্লেখ করেন কাও ফেং।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040