আসন্ন দুই অধিবেশনে দেশি-বিদেশি সাংবাদিকদের স্বাগত জানিয়েছে চীন
  2018-02-01 19:04:35  cri
ফেব্রুয়ারি ১: চীনের ১৩তম রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশন এবং চীনের ১৩তম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন যথাক্রমে আগামী ৩ মে ও ৫ মে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কার্যালয় ও জাতীয় পরামর্শ সম্মেলন কার্যালয় আজ (বুধবার) বেইজিংয়ে এ ঘোষণা দিয়েছে। এ সম্মেলন সম্প্রচারের জন্য দেশি-বিদেশি সাংবাদিকদের স্বাগত জানিয়েছে চীন সরকার।

দুই অধিবেশনের সময় বেইজিংয়ের মিডিয়া কেন্দ্রে তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। তথ্যকেন্দ্র আগামী ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।

দুই অধিবেশনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের আবেদন করতে হবে। স্থানীয় সাংবাদিকরা দুই অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের মাধ্যমে তথ্যকেন্দ্রে আবেদন জানাবে। চীনের বিদেশি সাংবাদিকরাও তথ্যকেন্দ্রে আবেদন করবে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040