লি খ্য ছিয়াং ও থেরেসা মে'র সঙ্গে চীন-ব্রিটেন শিল্প সমিতির প্রতিনিধিদের বৈঠক
  2018-02-01 19:04:05  cri

ফেব্রুয়ারি ১: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র সঙ্গে গতকাল (বুধবার) গণ মহাভবনে চীন-ব্রিটেন শিল্প সমিতির প্রতিনিধিরা বৈঠক করেছেন।

দুনেতা চীন-ব্রিটেন শিল্প সমিতির বক্তব্য শুনেছেন। এ সময় লি খ্য ছিয়াং বলেন, চীন-ব্রিটেনের আর্থিক সহযোগিতা দ্রুত এগিয়ে যাচ্ছে। দ্বিপক্ষীয় বিনিয়োগ দিন দিন বাড়ছে এবং ভারসাম্যপূর্ণ উন্নয়ন হচ্ছে। বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের প্রেক্ষাপটে চীন-ব্রিটেন শিল্প সমিতির গঠন সহায়ক পদক্ষেপ বলে উল্লেখ করেন লি। চীনের অর্থনীতি রূপান্তর প্রক্রিয়ায় দুদেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার আরও বিশাল সম্ভাবনা রয়েছে। দুদেশের উচিত উন্মুক্ত ও সহনশীল দৃষ্টিভঙ্গিতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং অভিন্ন উপকারিতা অর্জন করা।

এ সময় থেরেসা মে বলেন, ব্রেক্সিটের পর ব্রিটেন উন্মুক্তকরণ নীতিতে অবিচল থাকবে। ব্রিটেন ও চীন আরও ব্যাপক আর্থ-বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবে এবং সহযোগিতার নতুন যুগ তৈরি হবে বলে আশা করেন তিনি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040