চীনের বসন্ত উত্সবে ৩০০ কোটি পার্সন-টাইমস যাতায়াত হবে
  2018-02-01 19:02:44  cri
ফেব্রুয়ারি ১: ২০১৮ সালে চীনের বসন্ত উত্সবের সময় ৩০০ কোটি পার্সন-টাইমস যাতায়াতের জন্য প্রস্তুতি নিয়েছে চীন। মূলত পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বসন্ত উত্সবের যাতায়াত। আগামী ৪০ দিনে সারা চীনে ৩০০ কোটি পার্সন-টাইমস যাত্রী যাতায়াত করবে বলে ধারণা করা হচ্ছে।

গত শতাব্দীর ৭০ দশকে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি শুরুর পর বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান ও লেখাপড়ার জন্য ব্যাপক মানুষ স্থানান্তরিত হয়। চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সবে বেশিরভাগ মানুষ নিজ জন্মস্থানে ফিরে যায়। উত্সব শেষে আবার কর্মস্থলে যায়। ১৯৭৯ সালের বসন্ত উত্সবের সময় প্রায় ১০ কোটি মানুষের যাতায়াত করে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত প্রতি বছর এ সংখ্যা ৩০০ কোটি পার্সন-টাইমস ছাড়িয়েছে।

আসন্ন বসন্ত উত্সবে যাত্রী সংখ্যা গত বছরের সমান হবে বলে ধারণা করা হচ্ছে। তবে মানুষের পরিবহন বাছাই পদ্ধতি পরিবর্তন হয়েছে। ট্রেন ও বিমানযাত্রীর সংখ্যা যথাক্রমে ৮.৮ ও ১০ শতাংশ বেড়েছে এবং প্রথমবারের মতো সড়কপথে যাত্রীর পরিমাণ কমে গেছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040