সিরিয়ার জাতীয় সংলাপে অর্জিত সাফল্যের জন্য চীনের অভিনন্দন
  2018-02-01 18:57:28  cri

ফেব্রুয়ারি ১: সম্প্রতি রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত সিরিয়ার জাতীয় সংলাপে ইতিবাচক সাফল্য অর্জন করায় অভিনন্দন জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বৃহস্পতিবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিনন্দন জানান।

সংলাপের পর অংশগ্রহণকারী প্রতিনিধিরা এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে সিরিয়ায় সাংবিধানিক কমিশন গঠনের সিদ্ধান্ত জানানো হয়। এ প্রসঙ্গে হুয়া ছুন ইং বলেন, এ উদ্যোগ সিরিয়ার জাতীয় সংলাপের বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। এটি জেনিভা শান্তি আলোচনায় সহায়ক। সিরিয়া-বিষয়ক চীনের বিশেষ দূত সিয়ে শিয়াও ইয়ানও সিরিয়ার জাতীয় সংলাপে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সমাজের সঙ্গে সিরিয়া সমস্যায় রাজনৈতিক সমাধানের জন্য ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা চালাতে ইচ্ছুক চীন।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040