তিব্বতের আলি অঞ্চল নতুন সাংস্কৃতিক পর্যটন প্রকল্প হাতে নেবে
  2018-02-01 18:56:36  cri

ফেব্রুয়ারি ১: তিব্বতের আলি অঞ্চলের পর্যটন উন্নয়ন কমিটি গতকাল (বুধবার) জানিয়েছে, ২০১৮ সালে আলি অঞ্চলে চাং-চুং সাংস্কৃতিক পর্যটন রুট তৈরি করা হবে।

স্থানীয় পরিবেশ উন্নয়নের সাথে তাল মিলিয়ে আলি অঞ্চল ভ্রমণকারী দেশ-বিদেশের পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। স্থানীয় পর্যটনের নতুন ভাবমূর্তি তৈরি করা, কর্মসংস্থান বাড়ানো এবং দারিদ্র্য বিমোচনের জন্য আরও বেশি সাংস্কৃতিক পর্যটন প্রকল্প শুরু করবে আলি অঞ্চল।

উল্লেখ্য, চাং-চুং সংস্কৃতি প্রাচীন তিব্বতি জাতির সংস্কৃতি। রহস্যময় ও প্রাচীন এ সংস্কৃতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমানে চাং-চুং সংস্কৃতির ধ্বংসাবশেষ বেশিরভাগই আলি অঞ্চলে অবস্থিত।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040