কয়েকটি বিরোধী গোষ্ঠীর সিরিয়ার জাতীয় সংলাপে অংশ না নেওয়া রাজনৈতিক ভুল: মুখপাত্র
  2018-02-01 18:54:33  cri

ফেব্রুয়ারি ১: রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত সারিয়ার জাতীয় সংলাপে সিরীয় সরকার বিরোধী কয়েকটি গোষ্ঠীর অংশগ্রহণ না করা একটি রাজনৈতিক ভুল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বুধবার) এ কথা বলেছেন।

এদিন অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জাখারোভা বলেন, সম্মেলন কিছুটা পিছিয়ে সেসব দলকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সে প্রচেষ্টা সফল হয়নি।

সিরিয়ার বিভিন্ন পক্ষ এ সম্মেলনে সংলাপের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্মেলনে অংশগ্রহণকারীরা সিরিয়ায় শিগগিরি শান্তি ফিরিয়ে আনা, নানা জাতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, দেশের ঐক্য, নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সোচির সংলাপে অর্জিত সাফল্য সিরিয়া ইস্যুতে জেনিভা ও আসতানা শান্তি আলোচনা এগিয়ে নিতে পারবে বলে আশা করেন জাখারোভা।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040