চীনা শ্রম বাজার খোলার আশা প্রকাশ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট
  2018-02-01 16:30:28  cri
ফেব্রুয়ারি ১: ফিলিপাইনের "ম্যানিলা বুলেটিন" পত্রিকার খবরে জানা গেছে, সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে চীনের কাছে শ্রম বাজার উন্মুক্ত করার অনুরোধ জানাবেন।

এক প্রেস ব্রিফিংয়ে দুতার্তে বলেন, আমি শ্রমে নিযুক্ত ফিলিপাইনের সকলের প্রতি ভালো আচরণ করার আহ্বান জানাই। পাশাপাশি তিনি বলেন, বেইজিংয়ে শিক্ষক ও গৃহ কর্মী দরকার। ফিলিপাইনের শ্রমিকদের জন্য "দরজা খোলা"র অনুরোধ জানাবেন তিনি। এছাড়া ফিলিপাইনের শ্রমিকদের অধিকার লঙ্ঘন করা বা ঘন ঘন ঘটানো দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন দুতার্তে।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040