আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বের নির্দেশ সি চিন পিংয়ের
  2018-01-31 19:11:28  cri
জানুয়ারি ৩১: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো গতকাল (বুধবার) আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে তৃতীয়বারের মতো কর্মসভার আয়োজন করে। প্রেসিডেন্ট সি চিন পিং এ কর্মসভার সভাপতিত্ব করেছেন।

কর্মসভায় সি চিন পিং বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গঠন করা গুরুত্বপূর্ণ কাজ এবং সবসময় অনুশীলনের বিষয়। চিন্তাধারা ও অনুশীলন উভয় পদ্ধতি প্রয়োজন। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য কৌশলগত উন্নয়ন, লক্ষ্য বাস্তবায়ন, আর্থিক উন্নয়নের পথ তৈরি, আর্থিক কাঠামো বিন্যাস করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি প্রবর্তন জরুরি। পার্টির সব সদস্যের উচিত এ ব্যবস্থা গঠনকে গুরুত্ব দেওয়া ও কঠোরভাবে সচেতন থাকে।

কর্মসভায় সি চিন পিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় কর্তব্য 'দুটি একশ বছরের' লক্ষ্য বাস্তবায়ন করা এবং চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশের পর নতুন চাহিদা মেটাতে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গঠন করা। সমাজতান্ত্রিক ও আধুনিক শক্তিশালী দেশ গড়ে তোলার জন্য আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গঠনের কাজ জোরদার করার আহ্বান জানান সি চিন পিং।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040