সিরিয়ার জাতীয় সংলাপে সাংবিধানিক কমিশন গঠনের চুক্তি
  2018-01-31 19:10:45  cri
জানুয়ারি ৩১: গতকাল (মঙ্গলবার) রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হয়েছে সিরিয়ার জাতীয় সংলাপ। অংশগ্রহণকারী প্রতিনিধিরা সংলাপের পর এক যৌথ বিবৃতি দেন। এতে সিরিয়ায় সাংবিধানিক কমিশন গঠনের সিদ্ধান্ত জানানো হয়। প্রাথমিকভাবে ১৫০ জনকে কমিশনের প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ভিত্তিতে সিরীয় জনগণের নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যত নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছে অংশগ্রহণকারী পক্ষগুলো। পাশাপাশি দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ব্যবস্থা নির্ধারণ করা এবং অন্যান্য দেশের চাপ ও হস্তক্ষেপ প্রত্যাখ্যানে জনগণের অধিকার নিশ্চিত করা হয়েছে।

অংশগ্রহণকারীরা দ্রুত সংঘাত অবসানের আহ্বান জানান। জাতিসংঘ ও আন্তর্জাতিক সমাজকে সিরিয়া পুনর্গঠনে যথাসাধ্য সহায়তার আহ্বানও জানান তারা।

রুশ প্রেসিডেন্টের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত আলেক্সান্ডার লাভরেনথেইভের বরাত দিয়ে রুশ গণমাধ্যম জানায়, কিছু কিছু সরকারবিরোধী গোষ্ঠী নানা কারণে সংলাপে অংশ নেয়নি। তার মানে এই নয় যে তারা দেশের ভাগ্য নির্ধারণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। তারা সাংবিধানিক কমিশনে নিজেদের প্রতিনিধি মনোনয়ন দিতে পারবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ বলেন, সংলাপে সিরিয়ার সব রাজনৈতিক শক্তিকে এক করা সম্ভব নয়। তবে কিছু কিছু গোষ্ঠীর জন্য সিরীয় সংকট সমাধানে প্রতিবন্ধকতা তৈরি করতে দেওয়া হবে না।

জাতিসংঘ মহাসচিবের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা এদিন সিরিয়ার জাতীয় সংলাপের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সিরিয়ার সাংবিধানিক কমিশন গঠনের চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটি রাজনৈতিকভাবে সিরীয় সংকট সমাধান প্রক্রিয়া শুরু করেছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040