বিশ্বের সম্পদ বাড়লেও ভারসাম্যপূর্ণ নয়: বিশ্ব ব্যাংক
  2018-01-31 18:31:12  cri

জানুয়ারি ৩১: বিশ্ব ব্যাংক গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক প্রতিবেদন জানিয়েছে, গেল ২০ বছরে বিশ্বের সম্পদের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেলেও ভারসাম্য অর্জিত হয়নি।

ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রাকৃতিক সম্পদ, জনশক্তি, উৎপাদনশীল মূলধন এবং বিদেশি নিট সম্পদসহ বিশ্বের জাতীয় সম্পদ ৬৬ শতাংশ বেড়েছে। যার আর্থিক মূল্য ১১৪৩ ট্রিলিয়ন ডলার।

স্বল্প আয়ের দেশ এবং মধ্য ও উচ্চ আয়ের দেশের মধ্যে সম্পদের ব্যবধান অনেক বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

গত ২০ বছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে মধ্যম আয়ের দেশগুলোতে বিনিয়োগ বাড়ার কারণে বেশিরভাগ দেশের মাথাপিছু সম্পদ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040