চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হবে ৫ মার্চ
  2018-01-31 13:34:25  cri
জানুয়ারি ৩১: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন চলতি বছরের ৫ মার্চ বেইজিংয়ে শুরু হবে। গতকাল (মঙ্গলবার) দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি'র ৩২তম অধিবেশনে এ-সিদ্ধান্ত নেওয়া হয়।

অধিবেশনের প্রস্তাবিত আলোচ্য বিষয়গুলো হচ্ছে: সরকারি কার্যবিবরণী যাচাই; ২০১৭ সালের জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়ন-পরিকল্পনা বাস্তবায়নের অবস্থা এবং ২০১৮ সালের জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়ন-পরিকল্পনার খসড়া যাচাই; ২০১৭ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট ব্যবহারের অবস্থা এবং ২০১৮ সালে কেন্দ্রীয় ও স্থানীয় খসড়া বাজেট যাচাই; জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি'র "চীনের সংবিধান সংশোধন খসড়া" যাচাই; জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি'র কার্যবিবরণী যাচাই; সুপ্রিম কোর্টের কার্যবিবরণী যাচাই; সর্বোচ্চ গণ-অভিশংসক বিভাগের কার্যবিবরণী যাচাই; জাতীয় সংস্থার কর্মী নির্বাচন ও এ-সংক্রান্ত সিদ্ধান্ত, ইত্যাদি। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040