বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্বর্ধনানুষ্ঠান আয়োজিত
  2018-01-31 10:24:36  cri
জানুয়ারি ৩১: চীনা পঞ্জিকা অনুযায়ী আসন্ন বসন্ত উত্সব উপলক্ষে গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সম্বর্ধনানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, নতুন বছরে শান্তি ও উন্নয়নের পথে অবিচল থাকার নীতির ভিত্তিতে, বৈশিষ্ট্যসম্পন্ন বড় রাষ্ট্রের কূটনীতির নতুন অধ্যায় উন্মোচন করবে চীন। পাশাপাশি, বিশ্বের অন্যান্য দেশের কাছ থেকেও উন্মুক্ত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

ওয়াং ই বলেন, দেশের উন্নয়নের নতুন চাহিদা ও আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে চীনা কূটনীতি খাপ খায়। এটি চীনা জাতির মহান পুনরুত্থানের 'চীনা স্বপ্ন' বাস্তবায়নে এবং মানবজাতির শান্তি ও সমৃদ্ধি অর্জনে ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন,

'বিশ্বায়নে অবিচল থাকার নীতি মেনে চলেছি আমরা। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং অর্থনৈতিক বিশ্বায়ন-প্রক্রিয়ায় ভারসাম্য বজায় রাখা, মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলা, উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলা, এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক একীকরণের কথা বলেছেন। এ-সব প্রস্তাব আন্তর্জাতিক সমাজের মধ্যে প্রবল আস্থা ও ইতিবাচিক শক্তি যুগিয়েছে।"

ওয়াং ই আরও বলেন, ২০১৮ সাল চীনা সংস্কার ও উন্মুক্তকরণ চালুর ৪০তম বার্ষিকী এবং চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সূচনাবর্ষ। নতুন যুগেও, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ধারণা কাজে লাগিয়ে, চীন শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040