ঢাকায় চীনের ইউননানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত
  2018-01-30 19:42:35  cri

জানুয়ারি ৩০: গত ২৮ জানুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হয়েছে চীনের ইউননান প্রদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রদর্শনী।

ইউননান প্রদেশের শিক্ষা বিভাগ এ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে। ইউননানের ১৬টি বিশ্ববিদ্যালয় এতে যোগ দিয়েছে। চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দেশের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের ইউননান প্রদেশে লেখাপড়ায় উত্সাহ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধারাবাহিক কিছু সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন তার এক ভাষণে বলেন, বাংলাদেশ সরকার চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে সমর্থন জানায়। তিনি আশা করেন, বাংলাদেশের আরও বেশি শিক্ষার্থী ইউননান প্রদেশে লেখাপড়া করবে। চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের মৈত্রীর কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার চীন। শিক্ষা খাতে দুদেশের সহযোগিতা জোরদার করা উচিত্। এক্ষেত্রে প্রদর্শনীটিকে ভালো সুযোগ বলে উল্লেখ করেন মন্ত্রী।

উল্লেখ্য, ইউননান প্রদেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দুই হাজারের বেশি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040