উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে জাতীয় মানদণ্ড প্রণয়ন করেছে চীনের শিক্ষা মন্ত্রণালয়
  2018-01-30 19:07:59  cri
জানুয়ারি ৩০: চীনের শিক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) 'সাধারণ বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রির বিষয়গুলোর গুণগতমান সংক্রান্ত জাতীয় মানদণ্ড প্রকাশ করেছে। চীনের উচ্চশিক্ষার ক্ষেত্রে এটি প্রথম জাতীয় মানদণ্ড। এ মানদণ্ডে বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রির বিষয়গুলোকে ৯২টি ধারায় ৫৮৭ বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা-বিষয়ক মহাপরিচালক উ ইয়ান জানান, জাতীয় মানদণ্ড প্রণয়নে বিষয়ের বিস্তার, শিক্ষার উদ্দেশ্য এবং আকারসহ ৮টি ক্ষেত্র বিবেচনা করা হয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, বিভিন্ন বিষয়ের জন্য এ মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে কিছু অপূর্ণতা রয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040