শ্রীলংকার বৈদেশিক পুঁজির বৃহত্তম উত্স দেশ চীন
  2018-01-30 19:05:56  cri
জানুয়ারি ৩০: শ্রীলংকার বিনিয়োগ কমিশন গতকাল (সোমবার) জানিয়েছে, দেশটির বৈদেশিক পুঁজির বৃহত্তম উত্স দেশ চীন। কমিশনের এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৭ সালে শ্রীলংকায় বিদেশি বিনিয়োগ হয়েছে ১৬৩ কোটি মার্কিন ডলার। দেশটির ইতিহাসে এটি নতুন রেকর্ড। এর মধ্যে চীনের বিনিয়োগ ৩৫ শতাংশ।

২০১৬ সালে শ্রীলংকায় বিদেশি বিনিয়োগ হয় ৮০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। শ্রীলংকা সরকার বিনিয়োগ ও রপ্তানি খাত সংস্কার করায় ২০১৭ সালে বিনিয়োগের পরিমাণ অনেক বেড়েছে। পরিসংখ্যানে দেখা যায়, গত বছর শ্রীলংকায় পর্যটন, তথ্য-প্রযুক্তিসহ বেশ কয়েকটি শিল্পে বিনিয়োগ প্রবাহ দ্রুত বেড়েছে।

শ্রীলংকার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মালিক সামারাভিকরেমা বলেন, আর্থিক সম্ভাবনাময় খাত খুঁজছে শ্রীলংকা। ভবিষ্যতে সংস্কার কাজ জোরদার করা হবে, নতুন কর আইন ও বৈদেশিক মুদ্রানীতি প্রণয়ন করা হবে। যাতে আরও বন্ধুত্বপূর্ণ ও সহজে বিদেশি বিনিয়োগের সুযোগ হয়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040