আফ্রিকান ইউনিয়নের ৩০তম শীর্ষ সম্মেলন সমাপ্ত
  2018-01-30 15:24:29  cri
জানুয়ারি ৩০: প্রিয় শ্রোতা, আফ্রিকান ইউনিয়নের ৩০তম শীর্ষ সম্মেলন ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গতকাল (সোমবার) শেষ হয়। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ জয় করা, আফ্রিকান ইউনিয়নের সংস্কার ও আফ্রিকার একীকরণ বিষয়ের উন্নয়ন করা এবারের শীর্ষ সম্মেলনের গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য। বন্ধুরা, আজকের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে এ বিষয় নিয়ে কিছু কথা বলবো।

দুই দিনব্যাপী উত্তেজনাপূর্ণ আলোচনা ও ধারাবাহিক রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে সোমবার আফ্রিকান ইউনিয়নের ৩০তম শীর্ষ সম্মেলন শেষ হয়েছে।

এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ছিল 'দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ জয় করা: আফ্রিকা সংস্কারের টেকসই পথ'। এটি হল আফ্রিকান ইউনিয়ন এমন কি তার পূর্বসুরী আফ্রিকান ইউনিটি সংগঠন প্রতিষ্ঠার ৫৪ বছরে প্রথম বারের মত প্রতিপাদ্য হিসেবে দুর্নীতি দমনকে বাছাই করা। আফ্রিকান ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মৌসা ফাকি মাহামাত বলেন, ক্রমাগত গুরুতর হয়ে ওঠা দুর্নীতি সমস্যা এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হিসেবে নির্ধারণের কারণ। দুর্নীতি সমস্যা আফ্রিকার অর্থনৈতিক উন্নয়ন, সমাজের একত্রিকরণ ও রাজনৈতিক শৃঙ্খলার ক্ষতি করেছে। তিনি বলেন, আমাদের উচিত এবারের শীর্ষ সম্মেলনের সুযোগ নিয়ে দুর্নীতির সমস্যা মোকাবিলা করা। আমাদের উচিত কঠোর ব্যবস্থা নিয়ে দুর্নীতি দমন করা। আমি আফ্রিকান ইউনিয়নের দুর্নীতি দমনে দায়িত্বশীল নাইজিরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে দুর্নীতি দমন জোরদার করবো। আমরা কঠোরভাবে আর্থিক সংস্থার ব্যবস্থানা ত্বত্তাবধান করবো, যাতে ভালভাবে আর্থিক বিষয় পরিচালনা করা যায়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত রোববার শীর্ষ সম্মেলনে বলেন, জাতিসংঘ আফ্রিকান ইউনিয়নের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন করার জন্য দু'পক্ষ শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, নারী ও যুব স্বার্থ, অভিবাসী এবং দুর্নীতি দমনের ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। দুর্নীতি দমনের সহযোগিতা সম্পর্কে গুতেরেস বলেন, ২০১৮ সাল হল আফ্রিকার দুর্নীতি দমন বর্ষ। দুনীতির মাধ্যমে মানব পাচার ও মাদকদ্রব্যের অবৈধ বাণিজ্য বাড়ানো, প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী লুটপাট, সরকারের বিশ্বাসযোগ্যতা হ্রাস এবং শান্তি এবং নিরাপত্তা বিপন্ন হয়। জাতিসংঘ বিভিন্ন দেশের দুর্নীতি দমন সংস্থার সঙ্গে সহযোগিতা করছে, যাতে অপরাধীদের বিচারের আওতায় আনা যায়।

আফ্রিকান ইউনিয়নের সংস্কার হল এবারের শীর্ষ সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কারের কেন্দ্রীয় বিষয় হল অর্থ সংগ্রহ সংস্থার সংস্কার। আফ্রিকান ইউনিয়ন দীর্ঘমেয়াদী তহবিল ঘাটতি দ্বারা জর্জরিত। অধিকাংশ দৈনিক অর্থায়ন ও প্রকল্প এবং শান্তিরক্ষী পরিকল্পনার বিদেশী সহায়তা প্রয়োজন হয়। এ সমস্যার সমাধান ও ২০১৬ সালে রুয়ান্ডার কিগালিতে আয়োজিত আফ্রিকান ইউনিয়নের ২৭তম শীর্ষ সম্মেলনে গৃহীত স্ব-অর্থায়ন সিদ্ধান্ত বাস্তবায়ন হল এবারের শীর্ষ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এছাড়াও আফ্রিকার একক বিমান পরিবহন বাজার প্রতিষ্ঠা হল আফ্রিকা একীকরণ প্রক্রিয়ার একটি নতুন ধাপ।

এবারের শীর্ষ সম্মেলনে রুয়ান্ডার প্রেসিডেন্ট পাউল কাগামে গিনির প্রেসিডেন্ট আল্ফা কোন্দে'র স্থলাভিষিক্ত হয়ে নতুন বছরে আফ্রিকান ইউনিয়নের পালাক্রমিক সভাপতির দায়িত্ব পালন শুরু করেন। কাগামে বলেন, আমাদের উচিত এখনই একক আফ্রিকার স্থল বাজার প্রতিষ্ঠা করা। আমরা আফ্রিকার অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছি।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040