২০১৭ সালে শিল্প-পণ্যে মূল্য সংযোজনের পরিমাণ জিডিপি'র ৩০ শতাংশ ছাড়িয়েছে
  2018-01-30 15:02:57  cri
জানুয়ারি ৩০: চীনের শিল্প ও তথ্যমন্ত্রী মিয়াও ওয়েই আজ (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় পরিষদে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ২০১৭ সালে চীনের শিল্পজাত পণ্যে মূল্য সংযোজন করের পরিমাণ ২৮ লাখ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা জিডিপি'র ৩৩.৯ শতাংশ। এ পরিমাণ আগের বছরের তুলনায় ০.৫৪ শতাংশ বেশি। তিনি বলেন, চীনের শিল্প খাতে স্থিতিশীল প্রবৃদ্ধি হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি পূর্বাভাসের চেয়ে বেশ ভালো।

২০১৭ সালে বিশালাকার শিল্প-প্রতিষ্ঠানের উত্পাদিত পণ্যে মূল্য সংযোজনে প্রবৃদ্ধির হার ৬.৬ শতাংশ ছাড়িয়ে যায়, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এ পরিমাণ ২০১৫ ও ২০১৬ সালের তুলনায় যথাক্রমে ০.৫ ও ০.৬ শতাংশ বেশি। এটি শিল্প খাতের উন্নয়নে মজবুত ভিত্তি তৈরি করেছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040