এতদঞ্চলে চীনের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আসিয়ান মহাসচিব
  2018-01-30 12:21:56  cri
জানুয়ারি ৩০: আসিয়ানের নতুন মহাসচিব লিম জক হোই বলেছেন, এতদঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে চীনের ইতিবাচক ভুমিকা রয়েছে। আসিয়ান এ-ভূমিকাকে অনেক গুরুত্ব দেয়। তিনি গতকাল (সোমবার) ইন্দোনেশিয়ার রাজধানি জাকার্তায় আসিয়ানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হুয়াং সি লিয়ানের পরিচয়পত্র গ্রহণকালে এ-সব কথা বলেন।

মহাসচিব বলেন, চীন আসিয়ানের গুরুত্বপূর্ণ সহযোগী ও বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আসিয়ান চীনের সঙ্গে যৌথ প্রয়াসে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার, আর্থ-বাণিজ্যসহ বিভিন্ন খাতের সহযোগিতা গভীরতর, এবং আসিয়ান-চীন কৌশলগত অংশীদারি সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন করতে ইচ্ছুক।

এ-সময় চীনা রাষ্ট্রদূত বলেন, চীন-আসিয়ান সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে এবং এ-সম্পর্কের ভবিষ্যতও উজ্জ্বল। আসিয়ানকে বরাবরের মতোই সমর্থন দিয়ে যাবে বেইজিং। আন্তর্জাতিক ইস্যুতেও আসিয়ানকে যথাযথ ভূমিকা পালন করতে দেওয়ার পক্ষপাতি চীন। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040