বিদেশে ৩০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগে নজর দেবে চীন
  2018-01-29 16:27:32  cri
জানুয়ারি ২৯: সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ সাতটি মন্ত্রণালয় যৌথভাবে বিদেশে বিনিয়োগের নতুন নীতি প্রবর্তন করেছে। এ নীতি অনুযায়ী বিদেশে ৩০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করা, স্পর্শকাতর দেশ ও অঞ্চলে বিনিয়োগ করা ও স্পর্শকাতর শিল্পে বিনিয়োগ করা হলে তার ওপর বিশেষ নজরদারি করবে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হান ইয়ো জানান, এ নীতিতে 'নানা পর্যায় ও নানা ধারা অনুযায়ী পরিচালনা, এক বিভাগে তথ্যের সমন্বয় এবং যৌথভাবে নিয়ম লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়া'সংক্রান্ত পদ্ধতি গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসনিক কাজ সহজ করবে বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য 'উন্নয়নকাজে উত্সাহ দেওয়া এবং নেতিবাচক বিষয়ের তালিকা করা হবে। বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয় 'ব্ল্যাক লিস্ট' তৈরি করবে এবং প্রকল্পে তত্ত্বাবধান জোরদার করবে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040