২০১৭ সালে ৭৮৭ কোটি কিলোওয়াট বিদ্যুত্‌ অন্য প্রদেশে পাঠিয়েছে সিনচিয়াং
  2018-01-29 16:26:54  cri
জানুয়ারি ২৯: ২০১৭ সালে চীনের সিনচিয়াং অঞ্চল অন্যান্য প্রদেশে ৭৮৭ কোটি কিলোওয়াট বিদ্যুত সরবরাহ করেছে। 'অতিরিক্ত বিদ্যুত্‌ বিক্রি সহায়তা' চুক্তির আওতায় বেইজিং, শাংহাই ও কুয়াংতোংসহ ১৪টি সহযোগী প্রদেশ ও অঞ্চলে এই বিদ্যুত্‌ সরবরাহ করেছে সিনচিয়াং। ২০১৬ সালে ৩৫৫ কোটি কিলোওয়াট বিদ্যুত্‌ সরবরাহ করেছিল সিনচিয়াং।

চীনের জাতীয় গ্রিডের অন্তর্ভুক্ত সিনচিয়াং বিদ্যুত্ কোম্পানি লিমিটেড জানিয়েছে, 'অতিরিক্ত বিদ্যুত বিক্রি সহায়তা' চুক্তির আওতায় সিনচিয়াংয়ের সংশ্লিষ্ট বিভাগ স্থানীয় বিদ্যুতের দামের চেয়ে কিছুটা কম দামে বিদ্যুত্ বিক্রি করবে। এভাবে সিনচিয়াংয়ের সমৃদ্ধ কয়লা ও অন্যান্য পদ্ধতিতে তৈরি বিদ্যুত চীনের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণ করতে পারবে। এর মাধ্যমে সম্পদের সর্বোচ্চ সুবিধাজনক ব্যবহার নিশ্চিত হবে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040