'কৃষির উচ্চ ও নতুন প্রযুক্তিগত দৃষ্টান্তমূলক অঞ্চল' গড়বে চীন
  2018-01-29 16:26:11  cri
জানুয়ারি ২৯: সম্প্রতি 'কৃষির উচ্চ ও নতুন প্রযুক্তিগত দৃষ্টান্তমূলক অঞ্চল' উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছে চীন সরকার। এ সংক্রান্ত এক দলিলে বলা হয়েছে, প্রযুক্তিগত নবত্যাপ্রবর্তনের মাধ্যমে চীনের কৃষি উন্নয়নের পথে সব বাধা দূর করা হবে, যাতে কৃষির উন্নয়ন ও ব্যাপক ব্যবহার করা যায়। এ ছাড়া ২০২৫ সাল পর্যন্ত কৃষি খাতে জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি উচ্চ ও নতুন প্রযুক্তিগত দৃষ্টান্তমূলক প্রদর্শনী অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।

আজ (সোমবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফিংয়ে চীনের বিজ্ঞান-প্রযুক্তি উপমন্ত্রী শু নান পিং বলেন, চীন ৭ শতাংশ চাষযোগ্য জমি দিয়ে বিশ্বের ২১ শতাংশ মানুষের খাবার যোগাচ্ছে। পর্যাপ্ত খাদ্যশস্য উত্পাদন করে দেশীয় চাহিদা পূরণ করেছে চীন। এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে কৃষি খাতে চ্যালেঞ্জ রয়েছে। উন্নত ও উন্নয়নশীল দেশের কৃষি প্রযুক্তিতে পার্থক্য রয়েছে। তাই কৃষির উচ্চ ও নতুন প্রযুক্তিগত দৃষ্টান্তমূলক অঞ্চল দেশ-বিদেশের কৃষি উন্নয়নে সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040