উন্নত মানসম্পন্ন উচ্চ কৃষি প্রযুক্তির প্রদর্শনী অঞ্চল নির্মাণ ত্বরান্বিত করবে চীন
  2018-01-29 15:37:55  cri

জানুয়ারি ২৯: চীন একটি বৃহৎ কৃষি রাষ্ট্র। চীনের কৃষি উন্নয়নের পদ্ধতি হল আধুনিকায়ন। সম্প্রতি চীন সরকার জাতীয় কৃষি উচ্চ প্রযুক্তির প্রদর্শন অঞ্চলের নির্মাণ ত্বরান্বিতকরণ বিষয়ক দলিলপত্র প্রকাশ করেছে। দলিলপত্রে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তির নবায়ন ও উদ্ভাবনের ওপর নির্ভর করে চীনা কৃষি উন্নয়ন সীমাবদ্ধতা সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, যাতে অনুকরণযোগ্য ও বাড়ানো যেতে পারার কাঠামো গড়ে তোলা এবং কৃষির টেকসই উন্নয়নের মান উন্নয়ন করা যায়। ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিক জাতীয় কৃষি উচ্চ প্রযুক্তির প্রদর্শনী অঞ্চল নির্মাণ করা হবে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি এ নিয়ে কিছু কথা বলবো।

চীনের উপ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্যু নান ফিং আজ (সোমবার) রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যলয়ে সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েক দশকে চীনের কৃষি উন্নয়নে বিশ্ববিখ্যাত্ সাফল্য অর্জিত হয়েছে। চীন বিশ্বের ৭ শতাংশ চাষযোগ্য জমি ব্যবহার করে বিশ্বের ২১ শতাংশ মানুষের খাদ্য যোগান দিচ্ছে। চীনের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বাস্তবায়িত হয়েছে। চীনের কৃষি, গ্রাম ও কৃষকের উন্নয়নের পাশাপাশি কোন কোন পর্যায়ে কঠিন চ্যালেন্ঞ্জেরও সম্মুখীন হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে চীনা গ্রাম সমৃদ্ধ করার জন্য চীনা রাষ্ট্রীয় পরিষদ সম্প্রতি উচ্চ প্রযুক্তির প্রদর্শনী অঞ্চলের নির্মাণ ত্বরান্বিতকরণ বিষয়ক দলিলপত্র প্রকাশ করে রাষ্ট্রীয় পর্যায়ে অঞ্চলের নির্মাণ ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে। এ সম্পর্কে স্যু নান ফিং বলেন, নতুনত্ব চালিত উন্নয়ন কৌশল এবং গ্রামীণ পুনর্গঠন কৌশল বাস্তবায়নের নির্দেশনায় প্রধানত কৃষি শিল্পের কাঠামোমূলক সংস্কার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। কৃষি শিল্পের সামর্থ্য উন্নয়ন, কৃষকের আয় বৃদ্ধি ও গ্রামের সবুজায়ন ত্বরান্বিত করা হবে।

১৯৯৭ সালে চীনা রাষ্ট্রীয় পরিষদ ইয়াং লিং কৃষি উচ্চ প্রযুক্তির প্রদর্শনী অঞ্চল নির্মাণ করার অনুমতি দেয়। ২০১৫ সালে হুয়াংহো নদীর ব-দ্বীপ কৃষি উচ্চ প্রযুক্তির প্রদর্শনী অঞ্চল নির্মাণের অনুমতি দেয়। অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তির নবায়ন ও উদ্ভাবনের মাধ্যমে কৌশলগত নতুন কৃষি শিল্প উত্পাদিত হয়েছে, যাতে কৃষির প্রতিদ্বন্দ্বিতা সামর্থ্য উন্নীত হয়েছে এবং কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে। স্যু নান ফিং বলেন, চীন 'এক অঞ্চল, এক প্রতিপাদ্য' নীতিতে অবিচল থেকে উচ্চ প্রযুক্তির প্রদর্শনী অঞ্চল নির্মাণ করতে থাকবে। তিনি বলেন, ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিক উচ্চ প্রযুক্তির প্রদর্শনী কৃষি অঞ্চল নির্মাণ করার লক্ষ্য আছে।

তিনি আরো বলেন, দলিলপত্রে বলা হয়, আমাদের উচিত 'কৃষি, কৃষক ও গ্রাম'-এর নীতিতে গ্রামের সমৃদ্ধি উন্নয়ন করা। নবায়ন ও উদ্ভাবন চালিত উন্নয়নের পথে অচিবল থাকা। এছাড়াও তিনি জোর দিয়ে বলেন, উচ্চ মানদন্ডে প্রদর্শন অঞ্চল নির্মাণ করতে থাকা উচিত।

তিনি বলেন, ২০২৫ সাল পর্যন্ত এ ধরণের উচ্চ প্রযুক্তির প্রদর্শনী অঞ্চল নির্মাণের সংখ্যা ৩০টি ছাড়িয়ে যাবে না। আমাদের উচিত উচ্চ মান ও বৈশিষ্টসূচক প্রদর্শনী কৃষি অঞ্চল নির্মাণ করা। আমাদের উচিত ভালভাবে আগে পরিকল্পনা প্রণয়ন করা। স্থানীয় সরকার ও কমিউনিস্ট পার্টির কমিটির উচিত কঠোরভাবে উচ্চ প্রযুক্তির প্রদর্শন অঞ্চল নির্মাণের খোঁজ খবর রাখা, যাতে নির্মাণের ভিত্তি স্থাপন করা যায়।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040