থাইল্যান্ডে শেষ হল আসিয়ান পর্যটন ফোরাম
  2018-01-29 14:34:34  cri
জানুয়ারি ২৯: থাইল্যান্ডের ছিয়াংমাই-এ গত শুক্রবার শেষ হয় আসিয়ান পর্যটন ফোরাম।

ফোরামের সমাপনী দিনে থাই পর্যটন ও ক্রীড়ামন্ত্রী ভিরাসাক কাওসুরাত জানান, পর্যটন খাতে প্রতিদ্বন্দ্বিতাশক্তি বাড়াতে একমত হয়েছেন আসিয়ানের দশটি সদস্যরাষ্ট্র। সম্প্রতি অনুষ্ঠিত আসিয়ান পর্যটনমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

থাই মন্ত্রী আরও বলেন, আসিয়ানের পর্যটনশিল্পে উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। সদস্যরাষ্ট্রগুলোর পর্যটনমন্ত্রীরা একমত হয়েছেন যে, পর্যটনশিল্প খাতে আসিয়ান দেশগুলোর মধ্যে আদান-প্রদান ও সহযোগিতার মান উন্নত করা হবে এবং পর্যটন খাতে অবকাঠামো নির্মাণ ও স্থানীয় বৈশিষ্ট্য আবিষ্কারের ওপর অধিক গুরুত্বারোপ করা হবে। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040