২০১৭ সালে চীন-আসিয়ান বাণিজ্য ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে
  2018-01-29 14:27:58  cri
জানুয়ারি ২৯: ২০১৭ সালে চীন-আসিয়ান দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ৫১ হাজার ১৪৮ কোটি মার্কিন ডলার, যা ২০১৬ সালের চেয়ে ১৩.৮ শতাংশ বেশি। দু'পক্ষের বাণিজ্যের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। সম্প্রতি চীন-আসিয়ান বাণিজ্য কাউন্সিলের কার্যনির্বাহী প্রেসিডেন্ট স্যুই নিং নিং এ-কথা জানান।

স্যুই নিং নিং জানান, চীন-আসিয়ান দ্বিপক্ষীয় বাণিজ্যে অর্জিত প্রবৃদ্ধি দু'পক্ষের অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন। ২০১৮ সালে দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করা যায়।

এদিকে, চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে আসিয়ানে চীনের রফতানির পরিমাণ ৯ শতাংশ বেড়ে, ২৭ হাজার ৯১০ কোটি মার্কিন ডলারে দাঁড়ায়। একই সময়ে আসিয়ান থেকে চীনে আমদানির পরিমাণ ২০ শতাংশ বেড়ে হয়, ২৩ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040