কাঠমান্ডুতে তিন চীনা শিল্পীর ছবির প্রদর্শনী
  2018-01-29 13:05:14  cri
জানুয়ারি ২৯: নেপালের রাজধানী কাঠমান্ডুতে গতকাল (রোববার) শুরু হয় তিন জন চীনা শিল্পীর আধুনিক শিল্পকর্ম প্রদর্শনীর। দু'দিনের এই প্রদর্শনীতে ৩৬টি ছবি ঠাঁই পায়। উদ্বোধনী অনুষ্ঠানে কাঠমান্ডুতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইউ হুং এবং নেপালের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সুজাতা কৈরালা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সুজাতা কৈরালা বলেন, নেপাল ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাস সুদীর্ঘকালের। পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে দু'দেশের জনগণের মধ্যে মৈত্রীও গভীরতর হয়েছে। চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় আরও বাড়াবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন ও নেপাল পাহাড় ও নদী দ্বারা পরস্পরের সঙ্গে সংযুক্ত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দু'দেশের সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্ব দেয় বেইজিং। এবারের প্রদর্শনীর মাধ্যমে নেপালিরা আধুনিক চীনের শিল্পের দার্শনিক ও নান্দনিক দিক সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বলেও তিনি মন্তব্য করেন। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040