চীনের তিব্বতে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি আবিষ্কৃত
  2018-01-29 10:21:41  cri
জানুয়ারি ২৯: খননের মাধ্যমে তিব্বতের 'আ লি চা তা' জেলায় কবরস্থান থেকে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিক কর্মীরা। এগুলো তিব্বতের পশ্চিম মালভূমিতে রেশপথে পাওয়া গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। গতকাল (রোববার) শা'ন সি প্রদেশের পুরাতত্ত্ব গবেষণালয় এ-তথ্য জানায়।

গবেষণালয় জানায়, ২০১৭ সালে তিব্বতের 'আ লি চা তা' জেলার 'ক্য পু সাই লু' কবরস্থানে খননকাজ শুরু করেন প্রত্নতাত্ত্বিক কর্মীরা। খননের সময় তাঁরা সিরামিক, পাথর, হাড়, তামা, লোহা, কাঠ, কাচ, কর্টেক্সসহ তিন শতাধিক পুরাকীর্তি উদ্ধার করেন।

প্রত্নতাত্ত্বিক গ্রুপের প্রধান এবং শা'ন সি প্রদেশের পুরাতত্ত্ব গবেষণালয়ের গবেষক চাং চিয়ান লিন বলেন, এসব পুরাকীর্তি উত্তরাঞ্চলের বৈশিষ্ট্যসম্পন্ন রীতি-নীতি এবং মধ্য-এশিয়া, দক্ষিণ এশিয়া ও সিন চিয়াংসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে স্থানীয় অধিবাসীদের সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগের প্রমাণ বহন করছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040