৩০তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষসম্মেলন ইথিওপিয়াতে শুরু
  2018-01-29 09:46:19  cri
জানুয়ারি ২৯: ৩০তম আফ্রিকান ইউনিয়ন (এইউ) শীর্ষসম্মেলন গতকাল (রোববার) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার এইউ সদর দফতরে শুরু হয়েছে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: 'দুর্নীতিদমনে সাফল্য: আফ্রিকার রূপান্তরের পথ'। দু'দিনব্যাপী শীর্ষসম্মেলনে এইউ'র সংস্কার, আফ্রিকার একীকরণ ও দুর্নীতিদমনসহ বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করছেন অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

এইউ কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মাহামাত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এইউ'র ক্ষমতা বাড়াতে অভ্যন্তরীণ সংস্কারের গতি বাড়াতে হবে। আফ্রিকার একীকরণ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া হচ্ছে এতদঞ্চলের উন্নয়নের একমাত্র উপায়।

তিনি আরও বলেন, আফ্রিকার 'অবাধ বাণিজ্য এলাকা' গড়ে তোলাসংক্রান্ত প্রথম পর্যায়ের আলোচনায় ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। এবারের শীর্ষসম্মেলনে 'অবাধ বাণিজ্য এলাকা'-সংশ্লিষ্ট প্রস্তাবে মতৈক্যে পৌঁছানো সম্ভব।

তিনি জোর দিয়ে বলেন, সদস্যদেশগুলোর উচিত দুর্নীতিদমন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া এবং আফ্রিকা থেকে বাইরে অর্থপাচার রোধ করা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বলেন, জাতিসংঘ ও এইউ'র সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে দু'পক্ষকে শান্তি ও নিরাপত্তা, অবিরাম উন্নয়ন, নারী ও যুব স্বার্থ, অভিবাসী ও দুর্নীতিদমন—এই পাঁচটি খাতে সহযোগিতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরব লীগের মহাসচিব আহমাদ আব্দুল ঘেইত বলেন, এইউ'র সঙ্গে অংশীদারি সম্পর্কের ওপর বরাবরই গুরুত্ব দিয়ে আসছে আরব লীগ। এইউ'র সঙ্গে শান্তি ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা জোরদার করতে আরব লীগ প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040