প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে জাপানি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2018-01-28 20:29:43  cri

জানুয়ারি ২৮: আজ (রোববার) বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাত্‌ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কনো। চীন-জাপান বন্ধুত্বপূর্ণ চুক্তির ৪০ বছর পূর্তির কথা উল্লেখ করে লি খ্য ছিয়াং আশা করেন, দুপক্ষ চুক্তির চেতনা অনুসরণ করবে। পাশাপাশি সঠিক ইতিহাসের ভিত্তিতে স্পর্শকাতর সমস্যা সমাধান করবে, মতভেদ দূর করবে এবং দুদেশের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনবে।

লি খ্য ছিয়াং বলেন, চীন-জাপান সম্পর্ক উন্নত হচ্ছে। এ সম্পর্কের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব রয়েছে। জাপান ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দুদেশের জনগণ ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য কল্যাণকর পদক্ষেপ নেবে বলে আশা করেন তিনি।

সাক্ষাতে তারো কনো বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে আশাবাদী জাপান। শিগগিরি জাপান-চীন-দক্ষিণ কোরিয়া নেতাদের শীর্ষসম্মেলন আয়োজন করতে চায় টোকিও। জাপানে আনুষ্ঠানিক সফরের জন্য প্রধানমন্ত্রী লিকে আমন্ত্রণও জানান তিনি।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040