বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
  2018-01-28 19:41:12  cri
জানুয়ারি ২৮: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। রোববার দুপুর সোয়া ১টায় তিনি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে চলে যান রোহিঙ্গা ক্যাম্পে। দুপুর আড়াইটায় তিনি উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। এসময় বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে কথা বলেন তিনি। প্রেসিডেন্ট তাদের স্বাস্থ্য, চিকিৎসার খোঁজ-খবর নেন এবং রোহিঙ্গাদের মুখ থেকে রাখাইনে সহিংসতার বিবরণ শোনেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির ফার্স্ট লেডি ইরিয়ান জোকো উইদোদোসহ কয়েকজন মন্ত্রী।

সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহমুদ আলী, জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাই কমিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা সঙ্গে ছিলেন।

(তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040