ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা নিয়ে কাজাখস্তানে সিপিসি'র প্রতিনিধিদল
  2018-01-28 18:44:50  cri

জানুয়ারি ২৮: চীনের কেন্দ্রীয় তথ্য গবেষণালয়ের প্রধান রেং রুংয়ের নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র প্রতিনিধিদল ২৫ থেকে ২৮ জানুয়ারি কাজাখস্তান সফর করেছে। সফরে দেশটির নুর অতান পার্টি, আক জোল ডেমোক্রেটিক পার্টি ও কমিউনিস্ট পিপলস পার্টির শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধিদল।

এ ছাড়া প্রতিনিধিদল কাজাখস্তান সরকার, সংসদ সদস্য, রাজনৈতিক পার্টি, থিংকট্যাংক, বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমসহ বিভিন্ন মহলের ১৮০ জন প্রতিনিধির কাছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা ব্যাখ্যা করেছে।

এ সময় সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের তাত্পর্য ও সাফল্যের ভূয়সী প্রশংসা করে কাজাখস্তানের বিভিন্ন মহল। তারা সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার উচ্চ মূল্যায়ন করে। সিপিসি'র সঙ্গে পার্টি ও রাষ্ট্র প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় এবং চীন-কাজাখস্তান সম্পর্ক উন্নয়নে সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040