চীনের রাষ্ট্রীয় কাউন্সিলরের সঙ্গে জাপানি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
  2018-01-28 18:42:38  cri
জানুয়ারি ২৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি'র সঙ্গে আজ (রোববার) বেইজিং সফররত জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো কনো সাক্ষাত করেছেন।

সাক্ষাতের সময় ইয়াং চিয়ে ছি বলেন, চলতি বছর চীন-জাপান শান্তিপূর্ণ বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরের ৪০তম বার্ষিকী। দুদেশের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে বাধা দূর করা; যাতে দুদেশের সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হয়। চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী রাজনৈতিক ভিত্তি রক্ষা করা এবং পারস্পরিক স্বার্থ ও দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেন ইয়াং চিয়ে ছি। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপান বাস্তব পদক্ষেপ নেবে বলে আশা করেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর।

জবাবে তারো কনো বলেন, জাপান চীনের সঙ্গে রাজনৈতিক আস্থা গভীর করা, উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করা ও বাস্তব সহযোগিতা বাড়াতে ইচ্ছুক; যাতে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নতি হয়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040